হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের নতুনডাঙ্গা- বনগ্রাম হাটে জলছত্রের আয়োজন করেছিল গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস (TMC)। জলছত্রের পাশাপাশি মানুষের মধ্যে ঠান্ডা শরবত, ভিজে ছোলা ও বাতাসা বিতরণ করা হল এদিন। এই কর্মসূচি চলে সকাল ন'টা থেকে দুপুর পর্যন্ত। যতক্ষণ হাটে মানুষজন থাকবে ততক্ষণ এই কর্মসূচি চলবে বলে জানান তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ । নতুনডাঙ্গা বনগ্রাম হাট বসে সপ্তাহের প্রতি মঙ্গল ও শনিবার। দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি এই হাটে আনাজ, সবজি বিক্রি করতে আসেন পার্শ্ববর্তী বীরভূম জেলার লোকজনও। হাটে আসা সমস্ত ক্রেতা বিক্রেতাকে এদিন জলছত্র থেকে ঠান্ডা পানীয় ও শরবত সাথে ছোলা বাতাসা দেওয়া হয়। হাটে তৃণমূল কংগ্রেস কর্মীরা ঘুরে ঘুরে হাট ব্যবসায়ীদের হাতে পৌঁছে দেন ঠান্ডা শরবত ভিজে ছোলা ও বাতাসা। প্রচন্ড দাবদাহে মধ্যে একটু ঠান্ডা জল ও ছোলা, বাতাসা পেয়ে খুশি হাট ব্যবসায়ীরাও।
গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ জানান, ‘প্রচন্ড গরমের কারণে বাইরে বেরোনো মানুষজন সমস্যায় পড়ছেন। তাদের সাময়িক স্বস্তি দিতেই জলছত্র ও শরবত বিতরণের আয়োজন করা হয়েছে।‘ আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত প্রতি হাটেই এই ধরনের জলছত্রের ব্যবস্থা করা হবে বলে জানান গৌতম বাবু।