নারী ক্ষমতায়ন-গোটা দেশ মমতার জন্য গর্বিত-শুধু বিজেপি মুখ্যমন্ত্রীকে দোষারোপ করে! কী বললেন শত্রুঘ্ন?

বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা।

author-image
Aniruddha Chakraborty
New Update
shatrughna sinhaqw2.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বৃস্পতিবার অর্থাৎ আজ তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, "গোটা দেশে একজনই মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন এবং আমরা নারী ক্ষমতায়নের কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় একজন পদার্থের মহিলা এবং তিনি এই অবস্থানে পৌঁছানোর জন্য অনেক সংগ্রাম করেছেন। তিনি নিজেকে একজন সফল নেত্রী হিসেবে প্রমাণ করেছেন। গোটা দেশ তাঁর জন্য গর্বিত। আমরা বিজেপি সম্পর্কে এই জিনিসটি লক্ষ্য করেছি, তারা খুব বেপরোয়া ও হতাশ হয়ে পড়ে এবং সর্বদা আক্রমণ করে। ওঁরা সরাসরি মুখ্যমন্ত্রীকে দোষারোপ করছে।"

Mamata Banerjee Claver Smile.jpg