নিজস্ব সংবাদদাতাঃ বাংলার রাজনীতিতে যে কয়েকজন ভাল মানুষ আছেন, বুদ্ধদেব ভট্টাচার্য তাঁদের মধ্যে অন্যতম। রবিবার সিউড়ি-২ ব্লকে তৃণমূলের প্রতিনিধি সম্মেলনে এসে এমন কথাই শোনা গেল বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের মুখে। অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে এদিন শতাব্দী রায় বলেন, "মানুষ হিসাবেও আমি বুদ্ধদেববাবুকে চিনি। আমার বিয়েতেও উনি এসেছেন। ব্যক্তিগতভাবে আমি তাঁকে শ্রদ্ধা করি। বুদ্ধদেববাবুর সুস্থতা কামনা করি। আগেও উনি হাসপাতালে ভর্তি হয়েছেন, লড়াই করে ফিরে এসেছেন। এবারও উনি ফিরে আসবেন। আসলে রাজনীতিতে কিছু ভাল মানুষ যদি থাকেন, তাহলে উনি একজন।"