নিজস্ব সংবাদদাতা: এবার দলের শুদ্ধিকরণের বার্তা দেওয়া হল তৃণমূলের সাংসদ ও বিধায়কদের। তৃণমূলের একাংশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। ভাঙড়ের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গিয়ে তৃণমূলের একাংশের বিরুদ্ধে তীব্র বার্তা দেন সায়নী ঘোষ। তিনি সাফ জানিয়ে দেন, যারা পরিষেবার বিনিময়ে মানুষের থেকে টাকা চাইছে, যারা নিজেদের আখের গোছাতে তৃণমূল করছে, তাদের জায়গা দলে নেই। তিনি সেই দলের সেই অংশকে জুতো পেটার নিদান দেন। অন্যদিকে, তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, আবাস প্রকল্পে বাড়ির জন্য যদি কেউ টাকা চায় থাপ্পড় কষাবেন।
রবিবার ভাঙড়ের সভা থেকে বিধায়ক সওকত মোল্লা বলেন, আমাদের নেতাদের অনুরোধ করছি যে আপনারা কোনও গরিব মানুষের কাছ থেকে ঘরের জন্য কোনও টাকা নেবেন না। আর যদি কোনও নেতা টাকা চাইতে যায়, তাহলে তার গালে থাপ্পড় মারবেন। তারপর আমাদের খবর দেবেন। প্রঙ্গগত, ভাঙড়ে গরিব মানুষের জন্য ১৭ হাজার ঘর অনুমোদন পেয়েছে। তার জন্য সমীক্ষা চলছে। ঘর দেওয়ার জন্য যাতে কেউ কোনও টাকা না নেয়, সেই বিষয়েই বার্তা দিয়েছেন সওকত মোল্লা।