নিজস্ব সংবাদদাতাঃ আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন, “বিভিন্ন দিক থেকে চেপে গেছে বিজেপি। তারা কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলছে না। কোনও সমস্যা ছাড়াই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ করা হয়েছে। এবার আমরা বিজেপিকে যোগ্য জবাব দেব, যে জবাব অতীতে দেখা যায়নি, ভবিষ্যতেও দেখা যাবে না। আমরা একটি জিনিসের জন্য বিখ্যাত এবং কিছু লোকের মধ্যে কুখ্যাতও আমরা যাই বলি না কেন আমরা এটি করি এবং আমরা যাই করি না কেন আমরা বলি। এই নির্বাচনে তৃণমূল সুইপ করবে এবং বিজেপি ব্যাপক ভরাডুবির মধ্য দিয়ে যাবে। যাঁরা '৪০০ পার' স্লোগান দিচ্ছেন, তাঁরা হয়তো এবার ২০০৪ সালের ফল মনে করতে পারেন।”