ফের ২০০৪ সালের পুনরাবৃত্তি! ভরাডুবিতে বিজেপি! আসানসোল থেকে বার্তা শত্রুঘ্ন সিনহার

২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা বাড়ছে। এবার ভোট নিয়ে বিশেষ মন্তব্য করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

author-image
Probha Rani Das
New Update
shatrughna sinhaaq1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন, “বিভিন্ন দিক থেকে চেপে গেছে বিজেপি। তারা কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলছে না। কোনও সমস্যা ছাড়াই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ করা হয়েছে। এবার আমরা বিজেপিকে যোগ্য জবাব দেব, যে জবাব অতীতে দেখা যায়নি, ভবিষ্যতেও দেখা যাবে না। আমরা একটি জিনিসের জন্য বিখ্যাত এবং কিছু লোকের মধ্যে কুখ্যাতও আমরা যাই বলি না কেন আমরা এটি করি এবং আমরা যাই করি না কেন আমরা বলিএই নির্বাচনে তৃণমূল সুইপ করবে এবং বিজেপি ব্যাপক ভরাডুবির মধ্য দিয়ে যাবে। যাঁরা '৪০০ পার' স্লোগান দিচ্ছেন, তাঁরা হয়তো এবার ২০০৪ সালের ফল মনে করতে পারেন।” 

shatrughna sinhaaq2.jpg

Add 1