প্রয়োজন নেই বলে গুরুত্ব দিচ্ছেন না নেত্রী, কেন এমন কথা বললেন তৃণমূল বিধায়ক

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন, এখন প্রয়োজন নেই নেত্রীর। তাই তাঁকে গুরুত্ব দিচ্ছেন না।

author-image
Tamalika Chakraborty
New Update
karim .jpg

নিজস্ব সংবাদদাতা: দলের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি নাম না করে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'নেত্রীর এখন আমাকে আর প্রয়োজন নেই। তাই তিনি আমাকে গুরুত্ব দিচ্ছেন না।' করিম চৌধুরী বলেন, '১১ বার জিতেছি। তৃণমূল নেত্রী এমন একজন সম্মানীয় বিধায়ককে অসম্মান করবেন, সেটা মেনে নেওয়া যায় না।' আগেও একাধিকবার করিম চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি নিজেকে তৃণমূলের বিদ্রোহী বলেও উল্লেখ করেছেন। 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আব্দুল করিম চৌধুরী বলেন, 'আমি শুনলাম কানাইয়ালাল আগরওয়ালকে আবার প্রেসিডেন্ট করা হয়েছে।' কিন্তু কেন আবার কানাইয়ালাল আগরওয়ালকে প্রেসিডেন্ট করা হল, সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন,' বার বার কানাইয়ালাল করিম চৌধুরীকে অসম্মান করেন, অপমান করেন। বিভিন্ন সময় হয়রান করেন। এই কানাইয়ালাল আগরওয়াল, জাকির হোসেন আমাদের লোকেদের খুন করছে। সেই কানাহাইয়ালালকে কেন আবার প্রেসিডেন্ট করা হয়।' তিনি বলেন, 'আমাকে বিধানসভায় যেতে বলা হয়েছে। কিন্তু আমি বিধানসভায় যাচ্ছি না। ইসলামপুরে মানুষ মারা যাচ্ছে। এই অবস্থায় আমি কীভাবে বিধানসভায় যেতে পারি।' 

উত্তর দিনাজপুরে কানাহাইয়ালাল আগরওয়াল ও আব্দুল করিম চৌধুরীর লড়াই দীর্ঘদিনের। সেই দ্বন্দ্বের সঙ্গে ইসলামপুরের মানুষের পাশাপাশি রাজ্যের মানুষ পরিচিত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ইসলামপুরের আসন জেতে কংগ্রেস। এমনকী ইসলামপুর পুরসভা ছিল কংগ্রেসের অধীনে। বিধায়ক হওয়ার কয়েক মাসের মধ্যেই কানহাইয়ালাল আগরওয়াল তৃণমূলে যোগ দেন। সেই সময় তিনি ইসলামপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন।  কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই আব্দুল করিম চৌধুরীর সঙ্গে কানহাইয়ালাল আগরওয়ালের দ্বন্দ্ব শুরু হয়। দ্বন্দ্বের জেরে তৃণমূল ছেড়ে চলে যান আব্দুল করিম চৌধুরী। তাঁকে আবার দলে ফিরিয়ে আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এর আগেও একাধিকবার করিম চৌধুরী কানাইয়ালাল আগরওয়ালের প্রসঙ্গ টেনে এনে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। এদিন করিম চৌধুরী সংবাদমাধ্যমের সামনে নাটকীয় সুরে হাত জড়ো করে বলেন, 'মমতাদি আপনাকে রিকোয়েস্ট করছি, দয়া করে ইসলামপুরের পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। আপনার যেমন অধিকার রয়েছে, আমার সমান অধিকার রয়েছে।' সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বিধায়কের এই ধরনের মন্তব্য তৃণমূলের অস্বস্তি বাড়াবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।