নিজস্ব সংবাদদাতাঃ ১২ মে উত্তর ২৪ পরগনার যে মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হওয়ার কথা রয়েছে সেই মাঠের ছবি সবার সামনে এসেছে। এই বিষয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, 'তৃণমূল নেতৃত্বাধীন প্রশাসন ক্ষুদ্র মানসিকতার চিহ্ন হিসাবে মাটি খুঁড়েছে।'
এই বিষয়ে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, "মাঠ খোঁড়া হয়নি। মাটি সমতল করা হচ্ছে। সেখানে সৌন্দর্যায়নের কাজও চলছে। ১৫ বছর ধরে জায়গাটিতে আবর্জনার স্তূপ ছিল। সাংসদ নিজে এই আবর্জনার পাহাড় উঠতে দিয়েছিলেন। আবর্জনা সরানো হচ্ছে এবং এটিকে প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরিত করা হচ্ছে - যে যুবকরা প্রতিরক্ষা পরিষেবার জন্য প্রশিক্ষণ নেয় তারা আমাদের কাছে সেই জমিটি সমান করার জন্য আবেদন পাঠিয়েছিল এবং এর ফলে তাদের পক্ষে দৌড়ানো কঠিন হয়ে পড়েছিল। সেই আবেদনের অংশ হিসেবে মাঠ সমতল করা হচ্ছে। প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং তাঁকে স্বাগত জানানো কর্তব্য।"