'চোর ধান্ধাবাজগুলো বড় নেতাদের এত প্রিয়'! বিস্ফোরক TMC বিধায়ক

দলের পদ থেকে শুরু করে বিধায়ক পদ ছেড়ে দেবেন বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মনোরঞ্জন ব্যাপারী। তারপর পরিস্থিতি পাল্টে যায়। এবার আবার এমন পোস্ট কেন করলেন মনোরঞ্জন ব্যাপারী?

author-image
Anusmita Bhattacharya
New Update
manoranjan

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আর কয়েক ঘণ্টা বাকি। তারপরই শনিবার সকাল থেকে শুরু হবে বাংলাজুড়ে পঞ্চায়েত নির্বাচন। সর্বত্র পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা এবং কেন্দ্রীয় বাহিনী। বিপুল পরিমাণ নির্দল সদস্যকে বের করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই আবার বিস্ফোরক ফেসবুক পোস্ট করলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এতে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। কিছুদিন আগেই তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন, দলের প্রার্থীদের হয়েই প্রচার করবেন। তখন সবাই মনে করেন বিদ্রোহে ইতি টানলেন। কারণ তাঁর বিরুদ্ধে ব্লক সভাপতি টাকা নিয়ে টিকিট দেওয়ার অভিযোগ তোলেন। তখন পাল্টা ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। দলের পদ থেকে শুরু করে বিধায়ক পদ ছেড়ে দেবেন বলে ক্ষোভ প্রকাশ করেন। 

লিখেছেন, 'এত চোর, ধান্দাবাজ দলে থাকতে পারে সেটা জানা ছিল না'। যার অর্থ দাঁড়ায় তৃণমূল কংগ্রেসে বিপুল পরিমাণ চোর-ধান্দাবাজ রয়েছে সেটা নিজেই মেনে নিলেন।