নিজস্ব সংবাদদাতাঃ আগামী ৮ জুলাই রাজ্যে হবে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। এদিকে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই দফায় দফায় অশান্তির জেরে কেঁপে উঠছে বাংলার বহু জেলা। সে চোপড়া হোক বা ভাঙর, দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে একাধিক জেলায়। মৃত্যু হচ্ছে মানুষের। সেইসঙ্গে রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়িও অব্যাহত রেখেছে। এসবের মাঝেই নতুন করে শিরোনামে উঠে এলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি জানিয়েছেন, ‘পঞ্চায়েত ভোটের শেষের দিন ভয়ঙ্কর খেলা হবে। আসল লড়াই তো এখন। যারা তৃণমূল কর্মী হবেন, মনে রাখবেন নিজেদের বাড়ির ভাই-বোন তাঁরা এটা শুনলে ঘৃণা করবেন যে দলের দুর্দিনে আপনারা পালিয়ে গিয়েছেন। যেমন শুভেন্দু অধিকারী। ও একটা গদ্দার। সারা বাংলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। আরে পাগল ভোট তো দেবে ভোটার।'