নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চককুমার এলাকায় একটি মসজিদে ঈদের নামাজ পড়ে সম্প্রীতির বার্তা দিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। এদিন তিনি সকালে ওই মসজিদে হাজির হয়ে নামাজ পড়েন। সমস্ত সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বিধায়কের সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সীতেশ ধাড়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডুসহ অনান্যরা। এদিন বিধায়ক বলেন, "একটি রাজনৈতিক দল বিভিন্ন ভাবে হিংসা ছড়াচ্ছে। কেউ এদের ফাঁদে পা দেবেন না। আমি সমস্ত সম্প্রদায়ের মানুষজনকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। পাশাপাশি সামনে রামনবমী রয়েছে, তারও আগাম শুভেচ্ছা জানাই সবাইকে"।