নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আজ বেলা ১২ টায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে মেদিনীপুর কলেজ মাঠে। সেখানে যোগ দিতে যাওয়া দলীয় সমর্থক ও বেনিফিসিয়ারিদের হাতে ডেবরা বাজারে টিফিন ও জল তুলে দিলেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। সঙ্গে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সিতেশ ধাড়া, বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ মুখার্জিসহ দলীয় কর্মীরা। ডেবরা থেকে যারা মেদিনীপুর যাচ্ছেন তারা ঠিকঠাক যেতে পারছেন কিনা তারও খোঁজ খবর নেন বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।