গরমে সম্বল 'কম্বল'! হাঁসফাঁস অবস্থায় কম্বল বিতরণ করলেন তৃণমূল বিধায়ক

যখন তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তখন নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় দরিদ্র মানুষকে বিতরণ করলেন কম্বল। কোন যুক্তিতে কম্বল দিতে গেলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
tmcmla

তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়

নিজস্ব সংবাদদাতা: যখন তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তখন নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় (TMC MLA) দরিদ্র মানুষকে বিতরণ করলেন কম্বল (Blanket)। প্রখর রোদের তাপে এলাকার মানুষের আত্মারাম খাঁচাছাড়া এবং সেই সঙ্গে বহু অঞ্চলে বাসিন্দারা তীব্র জলকষ্টে রয়েছেন। এই অবস্থায় জলের ব্যবস্থা না করে হঠাৎ বিধায়ক কোন যুক্তিতে কম্বল দিতে গেলেন? বিমলেন্দু সিংহ রায় জানিয়েছেন যে আসন্ন ইদ (Eid) উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গাতে বস্ত্র বিতরণ করেছেন। সেখানেই বিতরণ করা ধুতি আর কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত থাকায় দরিদ্রদের কথা ভেবে বিলিয়ে দিয়েছেন।