'রাম-বাম এক হয়েছে, এটা বাংলাদেশ নয়' আক্রমণ তৃণমূল মন্ত্রীর

বাম-বিজেপিকে আক্রমণ করলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না।

author-image
Aniruddha Chakraborty
New Update
TMC FLAG

file pic

নিজস্ব সগবাদ্দাতাঃ এবার বাম-বিজেপিকে একহাত নিলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। আরজি কর ইস্যুতে বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছে। এবার সেই ঘটনায় তোপ দাগলেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, "রাম-বাম এক হয়েছে। ওরা ভাবছে এটা বাংলাদেশ। ওদের আর কোনও ইস্যু নেই। বাংলাদেশের থেকে একটা ইস্যু ধার করে ওরা ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন।" 

শনিবার বেশ কয়েক দফা দাবি নিয়ে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীস সেনের সঙ্গে দেখা করেন মন্ত্রী বেচারাম মান্না ও হরিপাল বিধায়ক করবি মান্না। সাংবাদিক দের মুখোমুখি হয়ে বেচারাম মান্না বলেন, "হরিপালের ঘটনা উদ্দেশ্যে প্রণোদিত, সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে সিঙুর ও হরিপালের বদনাম করছে। সঠিক তদন্ত হয়েছে সত্য ঘটনা উদঘাটিত করেছে পুলিশ।" পাশপাশি হরিপাল ও সিঙুরের সমস্ত এলাকায় সিসিটিভি লাগানোর আবেদন করা হয়েছে বলে জানান মন্ত্রী।