স্বাস্থ্যকর্মীর পাশে দাঁড়াতে যুবককে কান ধরে ওঠ-বোস তৃণমূল বিধায়াকের, তারপর...

কয়েকজন যুবক এক স্বাস্থ্যকর্মীকে হেনস্তা করেন। ঘটনায় তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার এক যুবককে বকাবকি করেন। ওই যুবককে কান ধরে ওঠ-বোস করান। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপি কটাক্ষ করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
asit majumdar .jpg

নিজস্ব সংবাদদাতা:  স্বাস্থ্যকর্মীকে হেনস্তা করার অভিযোগে এক যুবককে কান ধরে ওঠ-বোস করালেন তৃণমূল বিধায়ক। ঘটনার ভিডিও ভাইরাল হতেই ইতিমধ্যে বঙ্গ রাজনীতিতে তরজা শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মী ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। 
জানা যায়, মঙ্গলবার বিধানসভা থেকে ফিরছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি রাস্তায় দেখতে পান, কয়েকজন যুবক পোলবা হাসপাতালের এক কর্মীকে হেনস্তা করছেন। এই ঘটনা দেখার পরেই তিনি গাড়ি থামান। ঘটনাস্থলে যান। অন্যদিকে, বিধায়ককে চিনতে পারে যুবকরা। তারা সঙ্গে সঙ্গে গা ঢাকা দেন। কিন্তু এক যুবক সেখানেই দাঁড়িয়ে ছিল। বিধায়ক ওই যুবককে বকাবকি করেন। তাকে কান ধরে ওঠ-বোস কারানো হয়। ঘটনার ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি।