নিজস্ব সংবাদদাতা: গত ৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেছিলেন ‘এক মাস এক দিন হয়ে গেল, এবার পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন’। তাঁর এই মন্তব্যে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতিবাদীরা। প্রতিবাদের স্লোগানে যুক্ত হয় আরও এক স্লোগান। ‘উৎসবে ফিরছি না’। আবার কেউ বলেন, ‘এটা উৎসব নয়, উৎ-শব’। স্বাভাবিক ভাবেই জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে আমজনতা সবাই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে। এমনকি পুজোর আবহে অনেক নামী পুজো মণ্ডপই সরকারের পুজোর অনুদান ফিরিয়ে দিয়েছে। মূলত, মুখ্যমন্ত্রীর সেই কথার প্রতিবাদ জানাতেই তাঁদের এই সিদ্ধান্ত।
তবে তাতে কি দলের কর্মী, নেতাদের চিন্তাভাবনা এতোটুকুও বদলেছে? ফের এই বিষয়ে বিতর্কিত মন্তব্য করে তৃণমূলের অবস্থান বুঝিয়ে দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। নারায়ণ গোস্বামী অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা উত্তর ২৪ পরগণার তৃণমূলের জেলা সভাধিপতি, যিনি এবার ঘোষণা করলেন, ‘গতবছরের তুলনায় এবছর আরও দ্বিগুণ হবে উৎসবের মেজাজ। উৎসব এবার হবে আরও বড় করে’। অর্থাৎ যারা বলেছিলেন, ‘উৎসবে নেই’, তাদেরকেই এদিন চ্যালেঞ্জ করেন বিধায়ক। সকলকে দেখিয়েই পালন হবে সেই উৎসব বলে রীতিমতো হুঙ্কার দিয়েছেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।
অবশ্য এখানেই থামেননি নারায়ণ গোস্বামী। একই সাথে তীর্যক পূর্ণ ভাষায় বলেছেন, ‘যারা যারা প্রতিবাদ দেখানোর জন্যে পুজোর অনুদান ফেরত দিয়েছিল, আজ তারাই পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে টাকার জন্যে। আর টাকা ফেরত পাচ্ছেন না তারা। হ্যাঁ যদি সাংবাদিক বৈঠক করে তারা এই কথা নিজেদের মুখে স্বীকার করেন, তাহলে ভেবে দেখা যাবে”। তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পর আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন মহলে।
'উৎসবে থাকছি না'র পাল্টা 'উৎসব এবার আরও বড় করে', বিতর্ক বাড়ালেন তৃণমূল নেতা
মূলত, মুখ্যমন্ত্রীর সেই কথার প্রতিবাদ জানাতেই তাঁদের এই সিদ্ধান্ত।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: গত ৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেছিলেন ‘এক মাস এক দিন হয়ে গেল, এবার পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন’। তাঁর এই মন্তব্যে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতিবাদীরা। প্রতিবাদের স্লোগানে যুক্ত হয় আরও এক স্লোগান। ‘উৎসবে ফিরছি না’। আবার কেউ বলেন, ‘এটা উৎসব নয়, উৎ-শব’। স্বাভাবিক ভাবেই জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে আমজনতা সবাই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে। এমনকি পুজোর আবহে অনেক নামী পুজো মণ্ডপই সরকারের পুজোর অনুদান ফিরিয়ে দিয়েছে। মূলত, মুখ্যমন্ত্রীর সেই কথার প্রতিবাদ জানাতেই তাঁদের এই সিদ্ধান্ত।
তবে তাতে কি দলের কর্মী, নেতাদের চিন্তাভাবনা এতোটুকুও বদলেছে? ফের এই বিষয়ে বিতর্কিত মন্তব্য করে তৃণমূলের অবস্থান বুঝিয়ে দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। নারায়ণ গোস্বামী অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা উত্তর ২৪ পরগণার তৃণমূলের জেলা সভাধিপতি, যিনি এবার ঘোষণা করলেন, ‘গতবছরের তুলনায় এবছর আরও দ্বিগুণ হবে উৎসবের মেজাজ। উৎসব এবার হবে আরও বড় করে’। অর্থাৎ যারা বলেছিলেন, ‘উৎসবে নেই’, তাদেরকেই এদিন চ্যালেঞ্জ করেন বিধায়ক। সকলকে দেখিয়েই পালন হবে সেই উৎসব বলে রীতিমতো হুঙ্কার দিয়েছেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।
অবশ্য এখানেই থামেননি নারায়ণ গোস্বামী। একই সাথে তীর্যক পূর্ণ ভাষায় বলেছেন, ‘যারা যারা প্রতিবাদ দেখানোর জন্যে পুজোর অনুদান ফেরত দিয়েছিল, আজ তারাই পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে টাকার জন্যে। আর টাকা ফেরত পাচ্ছেন না তারা। হ্যাঁ যদি সাংবাদিক বৈঠক করে তারা এই কথা নিজেদের মুখে স্বীকার করেন, তাহলে ভেবে দেখা যাবে”। তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পর আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন মহলে।