নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ মুর্মুর সঙ্গে দুর্ব্যাবহার করার অভিযোগ উঠেছিল বনবারাসতী এলাকার পঞ্চায়েত সদস্য নজরুল বেগের বিরুদ্ধে।
সেই নিয়ে গতকাল সন্ধ্যায় আলোক কেন্দ্র এলাকায় দলীয় ভাবে একটি বৈঠক ডাকা হয়। যেখানে উপস্থিত ছিলেন ৩ নং সত্যপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন বেরা সহ অঞ্চল নেতৃত্বরা।
সেই মিটিংয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করলেন নজরুল বেগ। এর আগেও রামচন্দ্রপুর এলাকায় পঞ্চায়েতের বিরুদ্ধেও একই অভিযোগ ছিল। তাকেও দলীয় নেতৃত্বদের কাছে উপস্থিত হয়ে ক্ষমা চাইতে হয়েছে।