নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর বণ্টনের দুর্নীতির অভিযোগ উঠল মাল পুরসভার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। টি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে জলপাইগুড়ির মাল পুরসভা চেয়ারম্যানকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। দুর্নীতির হামলা হাইকোর্টে গিয়েছে। হাইকোর্টে মামলা যেতেই চেয়ারম্যানকে সাসপেন্ড করল তৃণমূল। ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করল বিজেপি।
মাল পুরসভার দোকানঘর বণ্টন থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ব্যাপক দুর্নীতি হয়েছে। তৃণমূল পুরসভার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, কম দামে স্ট্রিট লাইট কিনে বেশি দাম দেখানো হয়েছে। কোটি কোটি টাকার অবৈধ টেন্ডারের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে পুরসভার জমি বিক্রি করা হয়েছে। জলপাইগুড়ি জেলার মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে। বর্তমানে স্বপন সাহার বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলছে। হাইকোর্টে হামলা শুরু হতেই পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে তৃণমূল সাসপেন্ড করল। এই প্রসঙ্গে জেলা সভানেত্রী মহুয়া গোপ জানিয়েছেন, "মাল পুরসভার যে চেয়ারম্যান, স্বপন সাহা, দল থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে তাঁকে নিলম্বিত করা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। নিলম্বিত হচ্ছে সাসপেন্ড। পার্টি থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্ত আমাকে সোমবার আমাদের রাজ্য নেতৃত্ব জানিয়েছে।''
সুমনকুমার শিকদার নামে এক আইনজীবী মাল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছিলেন। তিনি বলেন, বরাংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানো হয়েছিল।