নিজস্ব সংবাদদাতা: রাত দখলকারীদের উদ্দেশ্যে একের পর এক হুমকি দিয়েই চলেছেন তৃণমূলের নেতারা। সেই তালিকায় নতুন সংযোজন মালদা তৃণমূলের সহ সভাপতি। আন্দোলনকারীদের সিপিএম-বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিলেন মালদার তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারের। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক লাভলি মৈত্র থেকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার রাত দখলকারীদের হুমকি দিয়েছিলেন। দিয়েছিলেন আরজি কর কাণ্ডে প্রতিবাদকারীদের।
শনিবার ধর্ষণ ও খুন বিরোধী একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে দুলাল সরকার সরাসরি পিটিয়ে মারার হুমকি দেন। তিনি বলেন, "যারা রাতের আন্দোলনের নামে, ছাত্র যুবকদের আন্দোলনের নামে পিছনে থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, পতাকা খুলে ফেলছে, তাঁদের বিরুদ্ধে আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ আছে। তাঁদের প্রত্যেককে রাস্তায় টাঙিয়ে ফেলে দিতে পারতাম। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে ওখানে আমাদের ছোট ছোট ভাই বোনেরা চিকিৎসা করছে না, তাই সে কাজ আমরা করছি না।"
তিনি বলেন, "আন্দোলনের নামে গুণ্ডাগিরি মানুষ মেনে নেবে না। আন্দোলনে মদ খেয়ে এসে মেয়েদের শ্লীলতাহানী বাংলার মানুষ কোনওভাবেই মেনে নেবে না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি কোনও ভুল বোঝাবুঝি থাকে, তাহলে তা সব মিটিয়ে ফেলতে হবে। "