আরজি কর ধর্ষণ-হত্যা মামলাঃ সরকার...দায়ী অধ্যক্ষ? অবশেষে মুখ খুললেন পদবিহীন শান্তনু, শোরগোল বাংলায়

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ধর্ষণ-হত্যা মামলা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন তৃণমূল নেতা শান্তনু সেন।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
shantanusend1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ধর্ষণ-হত্যা মামলা প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, "যা কিছু ঘটনা ঘটেছে, সবাই তার নিন্দা করেছে। মুখ্যমন্ত্রী এগিয়ে এসে বলেছেন, ফাস্ট ট্র্যাক কোর্টে এর তদন্ত হওয়া উচিত। এর জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত। পরে তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। আমরা সিবিআইয়ের কাছে প্রার্থনা করছি যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত অপরাধীদের খুঁজে বের করতে। গত ৩ বছর ধরে এই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে। অথচ দেশ ও পশ্চিমবঙ্গে অনেক মেডিকেল কলেজ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিটি মেডিক্যাল কলেজের এত উন্নয়ন করেছে, কিন্তু ইনিই একমাত্র অধ্যক্ষ যাঁকে নিয়ে এত বিতর্ক। আমরা মনে করি, সরকারেরও এই বিষয়ে ভাবা উচিত।" 

ক্মন

mamata sadq1.jpg