নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আজকে এমন একটি ঘটনা ঘটেছে বলে আমরা খুবই বিচলিত। টিএমসি কখনও চায় না যে কোনও ব্যক্তির মৃত্যু হোক। টিএমসি এতে জড়িত নয়। এটি বিজেপির অভ্যন্তরীণ বিষয়। টিএমসিকে অকারণে এই বিষয়ে টেনে আনা হচ্ছে। পুলিশকে অনুমতি দিন। এটি তদন্ত করে দেখুন।”
/anm-bengali/media/media_files/GBoJOjj3Wb8qZbfleD9K.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)