উত্তপ্ত ঠাকুরবাড়ি, CISF-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুণাল ঘোষের

হাইভোল্টেজ রবিবার। শনিবারই উত্তর ২৪ পরগনায় এসেছে নবজোয়ার। জনসংযোগ যাত্রা নিয়ে বনগাঁয় পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
SWETA MITRA
New Update
kunal ghosh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার এক টুইট বার্তায় বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। ঠাকুরবাড়ি মন্দিরে চরম বিশৃঙ্খলা দেখা দেয় এদিন। হাতাহাতি, মারামারি অবধি পর্যায় পরিস্থিতি। এই বিষয়ে কুণাল ঘোষ দুটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপানোর প্রয়াস নিন্দনীয়।  ঠাকুরবাড়ি মন্দিরে প্রার্থনা করতে জড়ো হওয়া মহিলারাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে। সিআইএসএফ (CISF) তাদের জুতো পরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে, মহিলাদের মারধর করে, তাদের গয়না ছিনিয়ে নেয় এবং অসংসদীয় ভাষা ব্যবহার করে, ধর্মীয় অনুভূতি এবং মৌলিক শালীনতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধার অভাব দেখায়। এই ঘটনা মহিলাদের মর্যাদার চরম লঙ্ঘন এবং শান্তিপ্রিয় মতুয়া সম্প্রদায়ের মুখে চড় মারার সমান।‘