আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবঃ কুণাল ঘোষ

রাজ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষকে নিয়ে চলছে জল্পনা। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
kunal-ghosh

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার বন্ধু ব্রাত্য বসু গেলেন কুণালের বাড়িতে। তারপর তাঁকে সঙ্গে নিয়ে গেলেন ডেরেক ওব্রায়েনের বাড়িতে।

kunal ghoshw2.jpg

বেকবাগানে ডেরেকের বাড়িতে বৈঠক এখন শেষ। বৈঠক শেষে বেরিয়ে কুণাল ঘোষের মুখে শোনা যায়, ‘আহা কি আনন্দ, আকাশে বাতাসে’। বৈঠক শেষ করে এসে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেন, “আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকব। আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তৃণমূল পরিবারের গর্বিত সদস্য। কিছু কথা হয়েছে টা নিয়ে কিছু বলব না। ভোটের রণকৌশল ঠিক করতে এসেছিলাম।”

Add 1