সবটাই বিজেপির চক্রান্ত, বিস্ফোরক কুণাল ঘোষ

গতকাল উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে ইডির কর্মকর্তাদের ওপর হামলা হয়েছে। সেই রাতেই এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

author-image
Probha Rani Das
New Update
kunalss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে ইডির কর্মকর্তাদের ওপর হামলা করা হয়েছে। এই নিয়ে রাজনীতি মহলে শোরগোল শুরু হয়ে গিয়েছে। শুক্রবার মধ্যরাতেই বনগাঁও পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে রেশন কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলছেন, “যা হচ্ছে তা বিজেপি করছে। বর্তমানে আমি কাঠিতে আছি, এখানে প্রচুর টাকা লেনদেন হয়েছে এবং শুভেন্দু অধিকারী এই সবের পিছনে রয়েছে। কেন সিবিআই বা ইডি এখানে আসছে না? শুধু তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই জনপ্রিয় নেতার বাড়িতে গিয়ে দরজা ভাঙলে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে। যা ইডি রাজ্য প্রশাসনকে দিয়েছে তা আগেই দেওয়া উচিত ছিল।”