নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনো কেন নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না সে বিষয়ে প্রশ্ন তুললেন সিপিআইএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সোমবার দুর্যোগপূর্ণ পরিবেশের মধ্যে সাবড়াতে একটি নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিজেপির ক্ষমতায় এলে ২০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তোলেন নেত্রী । সোমবার মোহনপুর দাঁতন ২ ও নারায়ণগড় ব্লকে একাধিক নির্বাচনী সভায় যোগ দেন তিনি। এদিন সাবড়াতে আয়োজিত ঐ নির্বাচনী সমাবেশে এলাকার গ্রাম পঞ্চায়েতের বিদায়ী গ্রাম প্রধান দিপালী ঘোড়াই সহ শতাধিক তৃণমূল কর্মী যোগ দেন সিপিআইএমে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।
৪ নম্বর সাবড়া গ্রাম পঞ্চায়েতেরতৃণমূলের বিদায়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান দিপালী ঘোড়াই বলেন তৃণমূলে থেকে এলাকায় উন্নয়ন করতে পারছিলাম না তাই সিপিআইএমে যোগদান।
অপরদিকেই যোগদানকে কটাক্ষ করলেন ব্লক তৃণমূলের সভাপতি ইফতেখার আলী। তাঁর দাবি যারা নির্দলের টিকিটে দাঁড়িয়ে জিতেছিল পরে তৃণমূলে যোগদান করে তারাই সিপিএমে গিয়েছে যাদের মধ্যে অধিকাংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে সবগুলি আসনে প্রার্থী দেয়নি।