শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম, গুরুদেব বলে সম্বোধন, শাস্তির মুখে তৃণমূল নেতা

তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করেন। তিনি গুরুদেব বলে শিশির অধিকারীকে সম্বোধন করেন। ঘটনায় তৃণমূল কংগ্রেস সুবল মান্নাকে শোকজ করেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
sisir adhikari edit.jpg

নিজস্ব সংবাদদাতা: প্রকাশ্যে শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম। গুরু বলে সম্বোধন। শাস্তির মুখে পড়লেন তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না।  কাঁথি সাংগঠনিক জেলার তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে সুবল মান্নাকে শোকজ করা হয়েছে। 

জানা যায়, প্রকাশ্যে শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করেন সুবল মান্না। তাঁকে গুরুদেব বলে সম্বোধন করেন। এই ঘটনা জানাজানি হতেই তীব্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়।  কাঁথি সাংগঠনিক জেলার তরফে এরপরেই একটা সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই তাঁকে শোকজ করা হয়। সেখানে সুবল মান্নার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি সকলকে নিয়ে ঠিকঠাক কাজ করছেন না। তাছাড়া তিনি রাজ্যের বিরোধী দলনেতার পা ধরে প্রণাম করেছেন। যা তৃণমূলের কর্মীদের ভাবাবেগে আঘাত করেছে। সেই কারণেই তাঁকে শোকজ করা হয়েছ। 

কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার তরফে দাবি করা হয়েছে, জেলাসভাপতি এভাবে তাঁকে শোকজ করতে পারেন না। অন্যদিকে, বিজেপির তরফেও তীব্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের মধ্যে সৌজন্যের অভাব রয়েছে। সেই কারণেই সুবল মান্নার ওপর শাস্তির কোপ পড়েছে। যদিও বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, এটা তৃণমূলের দলীয় ব্যাপার। এই বিষয়ে তিনি কোনও কথা বলতে চান না। তবে সুবল মান্নার শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণামে রাজ্য রাজনীতিতে নতুন করে তরজা শুরু হয়েছে।  তবে এই এই বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা কোনও মন্তব্য করেননি। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। 

অন্যদিকে, লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। একদিকে বিজেপি ও অন্যদিকে ইন্ডিয়া জোট। এই পরিস্থিতিতে একে ওপরের দিকে বাক্য বাণ শানাতে প্রস্তুত। এমন অবস্থায় বিজেপি নেতার শুভেন্দু অধিকারীর বাবার পা ছুঁয়ে প্রণাম, তাঁকে গুরুদেব বলা  তৃণমূলকে বেশ অস্বস্তিতে ফেলবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয়ে সুবল মান্না শোকজের উত্তরে কী দেন।