ধস্তাধস্তি পুলিশ ও নেতাদের! চাকরি খেয়ে নেওয়ার হুমকি TMC নেতার

ভিড় হঠাতে সক্রিয় পুলিশ। এই নিয়ে ধস্তাধস্তি হয় পুলিশ ও তৃণমূল নেতাদের মধ্যে। প্রকাশ্যে পুলিশকে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
tmc

নিউজ ডেস্ক, এগরা: নির্বাচন কমিশনের নির্দেশে ১৪৪ ধারা জারি রয়েছে রাজ্যের সমস্ত মনোনয়ন কেন্দ্রে। সেই বিধি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজ ১৪ জুন দুপুর ২টোয় পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কুদি বিডিও অফিসে এসে ভিড় করে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। এগরা থানার পুলিশ মনোনয়ন কেন্দ্রে প্রার্থী ছাড়া বাকিদেরকে কেন্দ্র থেকে দূরে সরাতে শুরু করে। পুলিশের সাথে বচসায় জড়ায় তৃণমূল কর্মী-সমর্থকেরা। 

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তৃণমূল সমর্থক ও পুলিশের মধ্যে বিতর্ক ঠেলাঠেলি এবং হাতাহাতিতে পৌঁছে যায়। সেখানেই স্থানীয় এক তৃণমূল নেতা প্রকাশ্যে পুলিশকে তার চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। বেশ কিছুক্ষণ ধরে চলে পুলিশ ও তৃণমূল নেতাদের কথা কাটাকাটি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এগরা থানার পুলিশ। তৃণমূল কর্মীদের দাবী, 'মনোনয়ন কেন্দ্রের গায়েই একটি হোটেলে আমরা খেতে এসেছিলাম। কিন্তু পুলিশ জোর করে ধাক্কা দিয়ে আমাদের এলাকা থেকে বার করে দিচ্ছে'। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।