নিজস্ব সংবাদদাতা: বান্ধবীর আবদার মেটাতে এমন কাণ্ড করে বসলো তৃণমূল নেতা (TMC Leader) যে এখন সংবাদ শিরোনামে তিনি। বীরভূমে (Birbhum) কামারপুর গ্রামের সুখী বিবি নামের এক মহিলার অভিযোগ, বান্ধবীর নামে জমি লিখে না দেওয়ায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য (Panchayet Member) বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছেন। অভিযুক্ত ওই তৃণমূল সদস্যের নাম রীটন খাঁ। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও নাকি লাভ হয়নি মহিলার। তিনি দাবি করেন যে তিনি নেতাকে বাধা দিলে ওই সদস্য বলেন, "বগটুইয়ের (Bagtui Murder) মতো তোদেরকে পুড়িয়ে মারব।" মেরে ফেলার ভয়ও নাকি দেখানো হচ্ছে তাঁকে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ওই তৃণমূল নেতা।