পিঠের চামড়া থাকতো না! গর্জে উঠলেন TMC নেতা

ভাঙড় বারবার শিরোনামে এসেছে রাজনৈতিক হিংসার জন্য। এবার বারবার উঠে আসছে আইএসএফ-তৃণমূল দ্বন্দ্ব। আবার নতুন হুমকি দিলেন আরাবুল ইসলাম। ভাঙড়ের ISF বিধায়ক চুপ থাকছেন না।

author-image
Anusmita Bhattacharya
New Update
arabul

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে ভাষা-সন্ত্রাস। এবার আবার আইএসএফকে হুমকি দিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। 'পুলিশ না থাকলে আইএসএফ কর্মীদের পিঠের চামড়া থাকতো না', বললেন আরাবুল। আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও দিলেন হুমকি। তৃণমূলের কর্মীসভায় এই হুঙ্কার দিলেন আরাবুল।

কিছুদিন আগেই তৃণমূলের নামে খারাপ ভাষা ব্যবহার করলে হাত-পা গুঁড়ো করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আরাবুল ইসলাম।আরাবুলের কথার নিন্দা করে পাল্টা মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন নৌশাদ সিদ্দিকি। ভাঙড়ের ISF বিধায়ক বলেন যে যেভাবে আরাবুল তাঁর কর্মীদের উস্কানি দিচ্ছেন, তাতে পুলিশের সুয়োমোটো কেস করা উচিত। দরকারে তাঁরা কোর্টে যাবেন। এই আবহে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল-আইএসএফ বাগযুদ্ধে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়ের মাটি। ২০২১ সালে সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড়ে আইএসএফ- এর কাছে হেরে যায় তৃণমূল। এরপর থেকেই দুই দলের মধ্যে লাগাতার লড়াই চলছে।