নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে ফের প্রতিবাদীদের নিশানা করলেন তৃণমূল নেতা। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানকে কার্যত তিনি কটাক্ষ করেন। সিপিএমকে নিশানা করে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, "বাংলায় আবার 'উই ওয়ান্ট জাস্টিস কী? ইংরেজরা চলে এলো নাকি। " পূর্ব বর্ধমানের প্রাক্তন সভাপতি দেব টুডু বলেন, লাল মুখোশধারীরাই এই স্লোগান তুলছে।
অন্যদিকে, সোমবার বিকেল পাঁচটার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের কথা রয়েছে। তবে বৈঠকের আগে একগাদা শর্ত দেওয়া হয়েছে নবান্নের তরফে। যেমন, জুনিয়র চিকিৎসকদের বৈঠকের আগে অনশন তুলতে হবে। ১০ জন প্রতিনিধির বাইরে বৈঠকে আসতে পারবেন না। এছাড়াও পাঁচটা থেকে বৈঠক, সাড়ে চারটের মধ্যে নবান্নে প্রবেশ করতে হবে। তবে জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁদের ১০ দফা দাবি মানা না হলে অনশন তুলবেন না।
প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকরা সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে সময় দিয়েছিল ১০ দফা দাবি মানার জন্য। না হলে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকরা ধর্মঘটে যাবেন। সোমবারের মধ্যে সেই দাবি না মানা হলে মঙ্গলবার থেকে ধর্মঘটে যাবেন। এরপরেই অনশন মঞ্চে হাজির হলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এরপর মুখ্যসচিবের ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। অনশন থেকে সরে আসার অনুরোধ জানান তিনি। স্পিকারে সেই ফোনবার্তা শোনানো হয় চিকিৎসকদের। আগামী সোমবার তাঁদের সঙ্গে নবান্নে বৈঠকে বসতে চান মমতা। ওইদিন বিকেল ৫টায় সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী।