মেয়েদের গায়ে জল দিলে নাচ দেখতে ভাল লাগে! কিশোরীর শ্লীলতাহানি করে গ্রেফতার তৃণমূল নেতা

মেয়েদের গায়ে জল দিলে নাচ দেখতে ভাল লাগে। কিশোরীকে ইঙ্গিত করে নোংরা মন্তব্য তৃণমূল নেতার।

author-image
Tamalika Chakraborty
New Update

নিজস্ব সংবাদদাতা:  দুর্গাপুজোর নিরঞ্জনের দিন শোভাযাত্রায় কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রাজারহাট বিষ্ণুপুরের এক তৃণমূল পঞ্চায়েত সদস্য সুব্রত দাস সহ বারোজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে। 

সোমবার রাতে দুর্গা পুজোর নিরঞ্জনের একটি শোভাযাত্রা হয়। সেখানে মহিলাদের দেখে কটূক্তি করার অভিযোগ ওঠে  অভিযুক্তদের বিরুদ্ধে।  মেয়েদের গায়ে জল ছোঁড়া হয়। নিরঞ্জনে অংশ নেওয়া ছেলেদের মারধর করা হয় বলে অভিযোগ। রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য সুব্রত দাস ও তার অনুগামীরা এই কাণ্ড করে বলে অভিযোগ ওঠে।  নির্যাতিতা নাবালিকার বাবা বলেন, পাড়ারই কিছু ছেলে আমার মেয়ের গায়ে জল দেয়। সেটাতে প্রতিবাদ করে আমার দাদা। মারধর করা হয়। থানায়ও অভিযোগ জানানো হয়। এরপর থানাতেই দাপট দেখাতে যায়। এমনকী বলেছিল মেয়েদের গায়ে জল দিলে নাচ দেখতে ভাল লাগে।

অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রজু করা হয়। বারাসাত আদালতে তোলা হলে  বিচারক তাঁদের আগামী ১৯ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।  এলাকার বিধায়ক তাপস বন্দ্য়োপাধ্যায় ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বলেন, দলের মধ্যে থেকে এই ধরনের কাজ কোনোও রকম ভাবে বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দল ওই  সদস্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সেই বিষয়ে দল আলাদাভাবে তদন্ত করে দেখছে।

 tamacha4.jpeg