নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: লোকসভা নির্বাচনের আগে বুধবার নয়াগ্রাম ব্লকের ১১ নং আড়রা অঞ্চলে বিজেপির ধস। জানা গেছে আড়রা অঞ্চলের জামডহরা সংসদের বিজেপির বুথ সভাপতি ব্রজমোহল ধল সহ শতাধিক বিজেপি দলের কর্মী সমর্থক বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউৎ, নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা বেরা, সহ-সভাপতি একাদশী মান্ডি সহ অন্যান্য নেতৃত্বরা।
যোগদানকারীদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে সামিল হতে তারা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউৎ।
তিনি বলেন, লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই বিজেপি দল ছেড়ে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তাই বিজেপি ছেড়ে যোগদানকারীদের তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদেরকে দলে যোগ্য সম্মান দেওয়া হবে। যার ফলে লোকসভা নির্বাচনের আগে নয়াগ্রামে বিজেপি দল তাদের শক্তি হারালো বলে রাজনৈতিক মহলের অনুমান।
প্রসঙ্গত, কেন্দ্র সরকারের একাধিক জনস্বার্থ বিরোধী নীতি, রাজ্য সরকারকে বঞ্চনা ও একশো দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখার অভিযোগ তুলে বুধবার বিকেলে নয়াগ্রাম ব্লকের ১১ নং আড়রা গ্ৰাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল নেতৃত্বদের নিয়ে আয়োজিত হল প্রতিবাদ সভা। এদিনের প্রতিবাদ সভা শেষে বিজেপির শতাধিক কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।