হামলা ঠেকানো গেল না! সত্যি হল আশঙ্কা

জেলা সভাপতির তরফে হামলার আশঙ্কা করেছিলেন ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক। সেই আশঙ্কা সত্যি করে রাতের অন্ধকারে ঘটল ধুন্ধুমার কাণ্ড। এলকায় উত্তেজনা।

author-image
Pallabi Sanyal
New Update
১২২৩৪৪

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : প্রতি নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনেও হামলার আশঙ্কা করেছিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী। আশঙ্কা সত্যি করে হামলার অভিযোগ করিমপন্থীদের। এই ঘটনায় আরো একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের অনুগামীদের বিরুদ্ধে অশান্তির অভিযোগ। দুই গোষ্ঠীর কোন্দলে জখম ৩ করিমপন্থী।
তৃণমূলের তরফে টিকিট না পেয়ে যারা নির্দল হিসেবে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের পূর্ণ সমর্থন করছেন আবদুল করিম চৌধুরী। প্রার্থীদের হয়ে প্রচারে যাবেন বলেও জানিয়েছেন। আর নির্দল প্রার্থীদের নাম ঘোষণা হতেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ১ গ্রাম পঞ্চায়েতের ছঘরিয়া এলাকায় করিমপন্থী নির্দল সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।