নিজস্ব সংবাদদাতা: মালদা তে তৃণমূল নেতা কর্মীদের দাদাগিরি। আর তাঁর শিকার হলেন মা ও মেয়ে। এমনই বর্বোরচিত ঘটনার সাক্ষী থাকলো গাজোল।
যা জানা যাচ্ছে, মা ও মেয়েকে জমির মধ্যে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি এখানেই শেষ নয়। গণধর্ষণের চেষ্টা পর্যন্ত করা হয়। নিজেদের প্রাণ বাঁচাতে ঘর ছাড়া মা মেয়ে। বার বার অভিযোগ জানিয়েও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। তাঁদের নিরাপত্তাও দেয়নি। তাই এবার বাধ্য হয়েই পুলিশ সুপারের দ্বারস্থ তারা।
মালদার গাজোলের দেওতলার ঘটনা। এখনও মা ও মেয়ে উদবাস্তু হয়ে ঘুরে বেরাচ্ছে এদিকে সেদিকে। অভিযোগ, বিধবা মহিলার চার বিঘা জমি দখল করে নেওয়ার চেষ্টা করে তৃণমূলের জমি মাফিয়ারা। দীর্ঘদিন ধরেই তাঁর জমিতে নজর ছিল অভিযুক্তদের। কিন্তু সুযোগ না পাওয়ায় তারা এই ঘটনা ঘটায়।
জমি দখল করতে গিয়ে যখন তারা বাধার মুখে পড়ে তখনই মা ও মেয়েকে জমির মধ্যেই বিবস্ত্র করে মারধর করে অভিযুক্তরা। এমনকি গণধর্ষণ করারও চেষ্টা করে।
/anm-bengali/media/media_files/RlfGqJQunv0uqGD7NZVO.webp)
সেই সময় এক আইনজীবী যাচ্ছিলেন ওখান দিয়েই। তিনিই আরও স্থানীয়দের জোগাড় করে ওই মা ও মেয়েকে উদ্ধার করেন। এরপর তারা থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি তারা। ঐ মা-মেয়ের অভিযোগ, পুলিশ নিতান্তই খেলার ছলে নিয়েছে এই অভিযোগ। কোনও রকম কোনও সক্রিয় ভূমিকা পালন করতে পারেনি।
তাই আজ তারা বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
/anm-bengali/media/media_files/F8WbTVV6iGm1Swi34e14.jpg)