নিজস্ব সংবাদদাতা: আজ ৭ই জানুয়ারী ভোর রাত সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত ভাঙ্গা ভেড়া শহীদ মঞ্চে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে অমর শহীদদের তর্পণ স্মরণ সভা অনুষ্ঠিত হল।
২০০৭ সালের ৭ই জানুয়ারি অমর শহীদ ভরত মন্ডল, সেখ সেলিম ও বিশ্বজিৎ মাইতি নন্দীগ্রাম ও খেজুরীর ভূমি আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন।
ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সকল সদস্য ছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্য নেত্রী জয়া দত্ত, সভাধিপতি উত্তম বারিক, প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক অখিল গিরি, অসিত ব্যানার্জি,চিত্ত মাইতি, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান, শেখ সুফিয়ান, আবু তাহের, শেখ আসগর, রঞ্জিত মন্ডল, স্থানীয় দুই ব্লক সভাপতি বাপ্পা গর্গ ও সমুদ্ভব দাশ সহ নেতৃত্ব।