নিজস্ব সংবাদদাতা: ফের একবার কম্বল বিতরণ নিয়ে ছড়ালো উত্তেজনা। আর যুক্ত হল সেই তৃণমূলের নাম। বুধবার দলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিতরণের অনুষ্ঠানে কম্বল বিতরণ নিয়ে হইহুল্লোর শুরু হলে ইঁটের পাঁজা ভেঙে পড়ে আহত হন সাত জন। তবে এযাত্রায় বরাতজোরে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
যা জানা যাচ্ছে, বুধবার পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মালদা ২ নম্বর ব্লকের তুলসিহাটায় কম্বল বিতরণ ও খিচুড়ি খাওয়ানোর আয়োজন করেছিল তৃণমূল। আয়োজক ছিলেন ব্লক সভানেত্রী মর্জিনা খাতুন। সভায় কম্বল বিতরণ করেন জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি। তুলসিহাটা হাই স্কুলের মাঠে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের।
যা জানা যাচ্ছে, দেড় হাজার মানুষকে কম্বল বিতরণ করার কথা ছিল। কিন্তু লোক হাজির হয় প্রায় ২ গুণ। তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। কে আগে কম্বল নেবেন তা নিয়ে এক সময় ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পাশেই ইঁটের একটি পাঁজা ছিল। ধাক্কাধাক্কিতে ভেঙে পড়ে সেটি। ইঁটের দেওয়ালের নীচে চাপা পড়েন ৫ জন মহিলা সহ ৭ জন। প্রত্যেককেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় ফের বিরোধীদের নিশানায় চলে এসেছে তৃণমূল। ঘটনার কথা স্বীকার করলেও কারও আহত হওয়ার খবর মানতে চাননি মর্জিনা খাতুন। তবে এই ঘটনাকে ছোট চখে দেখছে না বিরোধীরা।