অনুব্রত মণ্ডল নেই, এবার বড় স্টেপ নিল TMC!

অনুব্রতহীন বীরভূম এবার। তবে পঞ্চায়েত ভোটের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তৃণমূল। তার মধ্যেই দলের তরফ থেকে নেওয়া হল বড় সিদ্ধান্ত।

author-image
Anusmita Bhattacharya
New Update
Anubrata Mondal: দুর্নীতির সঙ্গে আপোষ করবে না দল, সাফ জানাল তৃণমূল

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল বীরভূমের প্রায় সব কটি গ্রাম পঞ্চায়েতসহ অন্যান্য সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। পাঁচ বছর পর ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে অনেক পরিবর্তন এসেছে সেখানে। এবার বিরোধীরা বীরভূমের বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে সক্ষম হয়েছে। এর থেকেও বড় কথা হলো এবার পঞ্চায়েত নির্বাচন হচ্ছে অনুব্রত মণ্ডলকে ছাড়াই। তবুও ভোটের আগে ইতিমধ্যেই এক হাজারের বেশি বিভিন্ন আসনে জয়লাভ করেছে তৃণমূল।

এসবের মধ্যেই রবিবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস বিরাট এক সিদ্ধান্ত নিল এবং সেই দলে আনা হলো বিরাট পরিবর্তন। সাংবাদিক বৈঠক করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ৩০ জন নেতাকর্মীকে বহিষ্কার করার ঘোষণা করা হলো। বহিষ্কৃত হওয়া এই সকল তৃণমূল নেতাকর্মীরা বীরভূমের ৬ ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। জানা গেছে যে দলের নির্দেশ মতো তাঁরা বিভিন্ন জায়গায় নিজেদের মনোনীত প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। কিন্তু দলের নির্দেশ অমান্য করে এই সকল তৃণমূল নেতা-কর্মীরা দলের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেন। জমা দেওয়ার পর মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা জানালেও তাঁরা প্রত্যাহার করেননি।