বাড়ছে অস্বস্তি, মেদিনীপুর পৌরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের

মেদিনীপুর পৌরপ্রধানের বিরুদ্ধে অভিযোগে এনে অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূলেরই কাউন্সিলরদের একাংশ। ১০ জন কাউন্সিলর অবস্থান বিক্ষোভে বসেন। তাঁরা পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আসেন।

author-image
Tamalika Chakraborty
New Update
midinipore municipality .jpg

নিজস্ব সংবাদদাতা: নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেওয়া মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের বিরুদ্ধে তৃণমূলেরই ১০ জন কাউন্সিলর অবস্থানে বসলেন। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান। এরকমই অভিযোগ কাউন্সিলরদের।

পৌরপ্রধানের স্বৈরাচারী সিদ্ধান্ত, ফান্ড ভাগ না করার প্রতিবাদ, উন্নয়নের অর্থ তছনছ করার অভিযোগ এনে তৃণমূল কাউন্সিলরের একাংশ তৃণমূলের পৌর প্রধানের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসলেন। তাঁরা  মেদিনীপুর পৌরসভায় অবস্থান বিক্ষোভে বসেন। তাঁরা বুধবার পৌরপ্রধানের পদত্যাগের দাবি করেন। অভিযোগ পৌরপ্রধান তৃণমূলেরই  একাংশ কাউন্সিলরকে সঙ্গে খারাপ ব্যবহার করছেন। স্বৈরাচারী মনোভাব নিয়ে পৌরসভা চালাচ্ছেন। তৃণমূলের যে সমস্ত কাউন্সিলররা বিক্ষোভ অবস্থানে বসেছেন, তাদের মধ্যে অন্যতম মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব।