যুব সভাপতিকে ঘাড় ধাক্কা! বাড়ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল?

খড়গপুর শহরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনু সিং কয়েক বছর ধরে খড়গপুর পৌরসভার অ্যাকাউন্ট বিভাগে কন্ট্রাকচুয়াল কর্মী রূপে চাকরি করছেন। আজ তাকে খড়গপুর পৌরসভার পুর প্রধান কল্যাণী ঘোষ পৌরসভার অ্যাকাউন্ট বিভাগ থেকে সরিয়ে অন্য বিভাগে যাওয়ার কথা বলেন।

author-image
Pallabi Sanyal
New Update
kharagpur purosibha

উত্তাল খড়গপুর পুরসভা চত্ত্বর

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর : তৃণমূলের যুব সভাপতিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগে তুলকালাম পৌরসভায়।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভায়। খড়গপুর শহরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনু সিং কয়েক বছর ধরে খড়গপুর পৌরসভার অ্যাকাউন্ট বিভাগে কন্ট্রাকচুয়াল কর্মী রূপে চাকরি করছেন। আজ তাকে খড়গপুর পৌরসভার পুর প্রধান কল্যাণী ঘোষ পৌরসভার অ্যাকাউন্ট বিভাগ থেকে সরিয়ে অন্য বিভাগে যাওয়ার কথা বলেন। অন্য বিভাগে যাওয়ার কথা শুনেই তৃণমূলের যুব নেতা তথা খড়গপুর পৌরসভার কন্ট্রাকচুয়াল কর্মী সনু সিং অন্য বিভাগে যেতে অস্বীকার করেন। অস্বীকারের পরেই পৌরসভার পুর প্রধান এবং যুব নেতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। যুব নেতাকে সিকিউরিটি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে পৌরসভা থেকে বের করে দেওয়া হবে বলে অভিযোগ জানিয়েছেন খড়গপুর শহরের যুব সভাপতি তথা খড়গপুর পৌরসভার কন্ট্রাকচুয়াল কর্মী সনু সিং। তারপরেই যুব তৃণমূলের কর্মী-সমর্থকরা খড়গপুর পৌরসভার গেটে বিক্ষোভ দেখায় এবং খড়গপুর কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে, পুরো প্রধানকে ক্ষমা চাইতে হবে সেই দাবি তুলে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় প্রাক্তন পুরোপ্রধান প্রদীপ সরকার ও প্রাক্তন পুরোপ্রধান জহর পাল। কিন্তু যুবনেতা সনু সিং তাদের সরিয়ে দিয়ে পৌরসভার গেটের ভেতরে ঢুকে উপ পুর প্রধানকে সামনে দেখতে পেয়ে বিজেপির দালাল বলেও আখ্যা দেয়।
খড়গপুর শহরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনু সিং এর অভিযোগ, ''আমি প্রদীপ ঘনিষ্ঠ হওয়ায় আমাকে খড়গপুর পৌরসভায়  মানসিক ভাবে অত্যাচার করা হচ্ছে। আজ আমাকে পৌরসভার এক বিভাগ থেকে অন্য বিভাগে সরিয়ে দেওয়ার কথা বলে। আমি না মানায় আমাকে সিকিউরিটি দিয়ে ঘাড় ধাক্কা মেরে বের করে দেওয়ার কথা বলেন খড়গপুর পুরসভার পুর প্রধান কল্যাণী ঘোষ।যতক্ষণ না কল্যাণী ঘোষ আমার কাছে ক্ষমা চায়, আমরা আন্দোলন চালিয়ে যাব।''
অন্যদিকে, তৃণমূলের যুবনেত্রী প্রিয়াঙ্কা শি-এর অভিযোগ, 'শুধু শুধু সোনু সিং নয়, অন্যান্য মহিলাদের কাজ করিয়ে তাদের টাকা দিচ্ছে না খড়গপুর পুরসভার পুরো প্রধান কল্যাণী ঘোষ।এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করেছি।'
অন্যদিকে, খড়গপুর পুরসভার প্রাক্তন পুরো প্রধান প্রদীপ সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'সনুকে উল্টো পাল্টা কথা বলা হয়েছে শুনে আমি ছুটে এসেছি। এসে দেখছি পৌরসভার ভিতরে আমাদের যুবকর্মী সমর্থকরা  ঢুকে যাচ্ছিল, আমি তাদেরকে সরিয়ে দিয়েছি। আমি তাদেরকে বলেছি দলের বিষয় দলের মধ্যে বসে কথা বলব।' এর পাশাপাশি তিনি আরো জানান যে বেশ কয়েকজন তার ঘনিষ্ঠদেরকে বেতন দেওয়া হচ্ছে না। সেই বিষয়ে প্রদীপ সরকার স্থানীয় প্রশাসন ও দলের শীর্ষ নেতাকে এই বিষয় জানিয়েছেন। এই বিষয়ে খড়গপুর পুরসভার পুরো প্রধান কল্যাণী ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনও কথা বলবেন না বলে জানান। 
যদিও খড়গপুর পৌরসভার উপ পুরো প্রধান তৈমূর আলী খান বলেন, 'খড়গপুর পৌরসভার পুর প্রধানের ক্ষমতা রয়েছে পৌরসভার কর্মীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে সরানোর। ওকে কোনোভাবেই ঘাড় ধাক্কা দেওয়ার কথা বলা হয়নি। উনি মিথ্যে কথা বলছেন। সে যাই বলুক উপ পুর প্রধান খড়গপুর পুরসভা নিয়ে ফের প্রাক্তন পুরসভার পুর প্রধান ও বর্তমান পুরসভার পুরো প্রধানের গোষ্ঠী কোন্দলে উত্তাল খড়গপুর পুরসভা।'