TMC-র প্রতীকে গোবর লেপে দিলেন TMC নেতা! শোরগোল

কোথাও তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার কোথাও বিরোধীদের সঙ্গে লড়াই তৃণমূলের। পঞ্চায়েত ভোটের মতই পঞ্চায়েত বোর্ড গঠনের সময়েও চারিদিকে অশান্তি হচ্ছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
gobor

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের দখলদারির বিরুদ্ধে রাজ্যে একের পর এক পঞ্চায়েতের দখল নিচ্ছে বিরোধীরা। এমনকী সংখ্যাগিষ্ঠতা থাকলেও বেশ কয়েকটি পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে হাতিয়ার করে বোর্ড গঠন করতে সফল হয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে শুক্রবারও রাজ্যের একাধিক পঞ্চায়েতে বোর্ড গঠন ভেস্তে গেল তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে।

শুক্রবার হাওড়ার জগৎবল্লভপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন বাতিল হয়ে যায় তৃণমূলের ২ গোষ্ঠীর নিজেদের মধ্যে লড়াইয়ে। পুরনো প্রধানের গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বাঁধে দলের মনোনীত প্রধানের গোষ্ঠীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। ওদিকে উত্তর ২৪ পরগনার অশোকনগরের ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে তৃণমূলের ২ পক্ষের সংঘর্ষ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায়। শেষ পর্যন্ত আটকে দেওয়া হল বোর্ড গঠন।

তৃণমূলের কোন্দলের জেরে এদিন আলিপুরদুয়ারের জয়গাঁ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতেও বোর্ড গঠন স্থগিত হয়ে গেল। দলের মনোনীত প্রধান পদপ্রার্থীকে সমর্থন করতে অস্বীকার করেছিলেন তৃণমূলের বিদায়ী প্রধান ও তাঁর ৪ অনুগামী। এর জেরে কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আর তার ফলে বোর্ড গঠন স্থগিত হয়ে যায়। যদিও বিডিওর দাবি, প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়ায় বোর্ড গঠন স্থগিত করে দেওয়া হয়েছে।

এখানেই শেষ নয়, প্রধান হিসাবে মনোনয়ন না পেয়ে দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। শুক্রবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পঁচেট গ্রাম পঞ্চায়েতে সুরজিৎ মাইতিতে প্রধান মনোনীত করে দলীয় নেতৃত্ব। প্রধান হতে না পেরে তৃণমূল নেতা প্রণব কর ও তাঁর অনুগামীরা পটাশপুর ২ নম্বর ব্লক কার্যালয় ও গোবর্ধনপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। পাল্টা গোবর লেপে দেয় তৃণমূলের দলীয় প্রতীকের ওপরে।