নিজস্ব সংবাদদাতাঃ দুদিন আগে যে পঞ্চায়েত ছিল বিজেপির দখলে, আজ তা হয়ে গেল তৃণমূলের। আরামবাগ সাংগঠনিক জেলার এই ঘটনায় হুগলি জেলা জুড়ে শোরগোল পড়েছে। হুগলির খানাকুল এক নম্বর ব্লকের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৩। যার মধ্যে তৃণমূল জিতেছিল ১৪টি আসনে এবং বিজেপি জেতে ৯টি আসনে। স্বাভাবিক ভাবেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বোর্ড গঠনের কথা শাসক দল তৃণমূলেরই। কিন্তু বোর্ড গঠনের দিন দেখা যায় তিনজন জয়ী তৃণমূল সদস্য আনুষ্ঠানিক ভাবে বিজেপির জেলা সভাপতি বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। এর জেরে উল্টে যায় হিসাব। তিনজনের দলবদলে বিজেপির সদস্য সংখ্যা হয় ১২ এবং তৃণমূলের ১১। এরপর সেখানে বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হিসাবে নির্বাচিত করা হয় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দেবাশিস সিং। এবং উপপ্রধান হন বিজেপির টিকিট থেকে জয়ী প্রার্থী তনুশ্রী রায় দলুই। এই বোর্ড গঠনের দুদিন পার হতে না হতেই আবার নিজের দল অর্থাৎ তৃণমূলে ফিরে আসেন দুই সদস্য। সদ্য নির্বাচিত প্রধান দেবাশিস সিং এবং অসীমা কারক ফের তৃণমূলে ফিরে আসেন। শনিবার সন্ধ্যায় জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় তারকেশ্বরে নিজের অফিসে দলীয় পতাকা তুলে দেন তাঁদের হাতে। এর জেরে তৃণমূলের আসন সংখ্যা হয় ১৩ এবং বিজেপির ১০।