নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ভোটের প্রচারে গিয়ে বিরোধীদের হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের বর্ষীয়ান এই প্রার্থীর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। কমিশনে তাঁর প্রার্থিপদ বাতিলের আবেদন জানানো হবে বলে জানান বিজেপি প্রার্থী তথা কল্যাণেরই প্রাক্তন জামাই কবীরশঙ্কর বসু।
শনিবার সন্ধ্যায় ডানকুনিতে এক জনসভা করেন হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। সেখানে কল্যাণ বলেন, "তাঁকে আমি জ্যান্ত রাখব না। আমার পোলিং এজেন্টের গায়ে যদি হাত পরে তাঁকে আমি ছেড়ে কথা বলব না। গতবার আমার পোলিং এজেন্টের গায়ে হাত পড়েছিল। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। এবার কেউ আসলে হিসাব বরাবর করে নেব।"
'নির্বাচন…তাঁকে আমি জ্যান্ত রাখব না', ওপেন থ্রেট কল্যাণের!
কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জানা গেল বড় খবর।
Follow Us
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ভোটের প্রচারে গিয়ে বিরোধীদের হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের বর্ষীয়ান এই প্রার্থীর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। কমিশনে তাঁর প্রার্থিপদ বাতিলের আবেদন জানানো হবে বলে জানান বিজেপি প্রার্থী তথা কল্যাণেরই প্রাক্তন জামাই কবীরশঙ্কর বসু।
শনিবার সন্ধ্যায় ডানকুনিতে এক জনসভা করেন হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। সেখানে কল্যাণ বলেন, "তাঁকে আমি জ্যান্ত রাখব না। আমার পোলিং এজেন্টের গায়ে যদি হাত পরে তাঁকে আমি ছেড়ে কথা বলব না। গতবার আমার পোলিং এজেন্টের গায়ে হাত পড়েছিল। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। এবার কেউ আসলে হিসাব বরাবর করে নেব।"