নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়াঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন জামুড়িয়া পাঁচ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী (TMC) ঝন্টু মণ্ডল। আজ মঙ্গলবার প্রত্যাহারের সময়সীমার ঠিক পাঁচ মিনিট আগে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তিনি জানান, বিধায়কের নির্দেশ ও দলের শৃঙ্খলা রক্ষার্থে তিনি এ সিদ্ধান্ত নিলেন।
তৃণমূল প্রার্থী ঝন্টু মণ্ডল জানান, অভিষেক ব্যানার্জি ও দলের নির্দেশে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেইমতো দেওয়াল লিখনও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু ফর্ম B2 জমা দেওয়ার দিন অনিমেষ ব্যানার্জি নামে প্রাক্তন পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভূমি কর্মাধ্যক্ষ ওই ফর্মটি জমা দিয়ে সিম্বল পেয়ে গিয়েছেন। এই বিষয়টি তিনি অভিষেক ব্যানার্জি সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দকে লিখিত আকারে জানান। সকলেই আশ্বাস দিয়েছিলেন যে তাকেই দলের প্রার্থী করা হবে। আইপ্যাক থেকেও তাকে মনোনয়নপত্র প্রত্যাহার না করার জন্য বলা হয়েছিল। অবশেষে শেষ লগ্নে বিধায়কের নির্দেশে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। ঝন্টু মণ্ডল জানান তিনি পেশায় শিক্ষক, এই ঘটনায় তার সম্মানহানি হয়েছে। দল তাকে মনোনীত করার পরও কিভাবে অনিমেষবাবু বি টু ফর্ম জমা দিলেন সেটাই তিনি অভিযোগ আকারে অভিষেক ব্যানার্জিকে জানিয়েছেন।
অপরদিকে অনিমেষ ব্যানার্জি জানান, তিনি দলের নির্দেশেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ব্লক সভাপতির নির্দেশে তিনি বি ২ ফর্ম ফিলাপ করেছিলেন যার জন্য তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীক পান। ঝন্টু মণ্ডল শিক্ষক। ভালো মানুষ। এই বিষয়ে তিনি অন্য কিছু বলতে পারবেন না।