ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, পুলিশের তাড়া খেলেন TMC প্রার্থী

শনিবার সকাল থেকেই জেলায় জেলায় পঞ্চায়েত ভোটকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও চলছে দেদার ছাপ্পা ভোট, কোথাও লুঠ হয়ে গিয়েছে ব্যালট বলে অভিযোগ। এদিকে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ।

author-image
SWETA MITRA
New Update
tmc  .jpg

নিজস্ব প্রতিনিধি, জেমুয়াঃ রাজ্যে আজ শনিবার সকাল থেকেই শুরু হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। এদিকে ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন জেলা থেকে উঠে আসছে অশান্তির খবর। এদিন জেমুয়ায় তৃণমূল প্রার্থীর বিরূদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। যদিও প্রার্থীকে বের করে দিল পুলিশ। এদিন সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পরেই দেখা যায় তৃণমূল প্রার্থী তাজকীরা বিবি কৃষ্ণপদ বাউরী ভোটারদেরকে প্রভাবিত করছে। যদিও নিরাপত্তার দায়িত্বে থাকা ভিন্ন রাজ্যের পুলিশ তৃণমূল প্রার্থীদের ভোটগ্রহণ কেন্দ্র থেকে বের করে দেয়।