বিরোধীরাও বলছেন জিতবেন তৃণমূলের গোপাল

বয়স ৯০ বছর। এবারের পঞ্চায়েত ভোটে দাঁড়াচ্ছেন তৃণমূলের হয়। বিরোধীরাও সমীহ করছেন তাকে।

author-image
Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
TMC

নিজস্ব সংবাদদাতাঃ ৯০-এ পা, তবুও নির্বাচনে লড়ছেন গোপাল, জীবনে হারতে শেখেননি তিনি। কখনো দলের হয়ে, কখনো নির্দল, জয় ছিনিয়ে তার অভ্যাস। তাই নিশ্চিত গোপালই এবারে জয়লাভ করবেন, বলছেন এলাকার মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি। গ্রামের মানুষজনরা অনেকেই বলেন, রাজ্যে প্রথম যখন পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছিল, তখন থেকেই হাতেখড়ি রাজনীতিতে দাসপুরের গোপাল নন্দীর। চর্চার বিষয় হল রাজনীতিতে কখনো হারতে শেখেননি গোপাল। ৩৪ বছরের বাম জামানাও তাকে দমন করতে পারেনি। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি বিভিন্ন সময় রাজনীতিতে ব্যাপক পরিমাণে জয় লাভ করেছেন। তারপরে সামলেছেন একাধিক দায়িত্ব। রাজ্য রাজনীতি যেখানে দুর্নীতির অভিযোগে বিদ্ধ, সেখানে গোপালবাবুই তৃণমূলের মুখ উজ্জ্বল করবে বলে মনে করছেন সাধারণ মানুষ। ৯০ বছরের গোপাল নন্দী এবারেও পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছেন, তিনি লড়ছেন তৃণমূলের হয়ে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ৩০৫ বুথের গোবিন্দনগরের বাসিন্দা গোপাল নন্দী। ছাত্র জীবন থেকে হাতেখড়ি রাজনীতিতে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গোপাল নন্দীর বিরুদ্ধে লড়াই করছেন বাম কংগ্রেস সমর্থিত কংগ্রেস প্রার্থী, যদিও এলাকার বিরোধী কংগ্রেস প্রার্থীর দাবি, তিনি একাধিকবার গোপালবাবুর কাছে রাজনীতিতে পরাস্ত হয়েছেন এবারও হয়তো হবেন, তবুও তিনি রাজনীতিতে লড়ছেন। বিরোধীরাও স্বীকার করছেন, তৃণমূলের এই দুর্নীতিতে গোপালবাবুর গায়ে লাগেনি কোনও দুর্নীতির রং।