দেওয়াল লিখন নিয়ে বচসা, হাতাহাতি!

দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের বচসা। একে অপরকে মারধরের অভিযোগ। এলাকায় চরম উত্তেজনা ছড়ায় । বিজেপির দেওয়া ভিডিও ফুটেজে বিজেপি নেতাকে মারধর করার ছবি স্পষ্ট। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এ এন এম নিউজ।

author-image
Poulami Samanta
আপডেট করা হয়েছে
New Update
123

নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া: বিজেপি পশ্চিম বর্ধমানের জামুরিয়া মন্ডল ২ এর সভাপতি তথা জামুরিয়া পঞ্চায়েত সমিতির ১৪ নম্বর আসনের বিজেপি প্রার্থী রমেশ ঘোষ অভিযোগ করেন যে তারা শ্যামলা গ্রাম পঞ্চায়েতের আলিনগর এলাকায় যখন দেওয়াল লিখন করছিলেন সেই সময় জামুরিয়া দু'নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা, বোধন রুইদাস সহ একাধিক ব্যক্তি এসে দেওয়াল লিখনে বাধা দেন। প্রতিবাদ করতে গেলে তাদের ওপর চড়াও করে মারধর করা হয়। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। রমেশ বাবু অভিযোগ করেন শ্যামলা অঞ্চল এমনিতে বিরোধীশূন্য। তার উপর এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য সিদ্ধার্থ রানা পরিকল্পনা মাফিক তার ওপর হামলা চালিয়েছে।

জামুরিয়া দু'নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা তার বিরুদ্ধে ওঠাও সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান দলীয় মিটিং সেরে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেন তাদের দখলে থাকা দেওয়াল বিজেপি কর্মীরা লিখে দিচ্ছে। সে ঘটনার প্রতিবাদ জানালে তাদের ওপর চড়াও হয় রমেশ ঘোষ ও তাদের দলবল। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেই জন্য তারা সেখান থেকে চলে আসেন।

জামুরিয়া দু'নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানার অভিযোগ, বিজেপি এলাকায় প্রার্থী না পেয়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এই সমস্ত নোংরামি করছে।