কালো টাকা সাদা করতে চেক বিলি অভিষেকের? গর্জে উঠল TMC

বিজেপির অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে বড় দাবি করল তৃণমূল। চমকে গেল রাজ্য।

author-image
SWETA MITRA
New Update
ABHISHEK DIHS.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির অভিযোগ উড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, “ডায়মন্ড হারবারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেক এবং সরাসরি ব্যাংক স্থানান্তরের মাধ্যমে বার্ধক্য পেনশনের জন্য স্বচ্ছভাবে তহবিল বিতরণ করছে। তাই শুভেন্দু অধিকারী ও অমিত মালব্যর কালো টাকার অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এই কল্যাণকর উদ্যোগকে ব্যাহত করার জন্য এটি একটি নির্লজ্জ কৌশল ছাড়া আর কিছুই নয় এবং প্রবীণদের জন্য করা ভাল কাজকে কলঙ্কিত করার এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।“