নিজস্ব সংবাদদাতাঃ শনিবার রাতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে হুগলি জেলার পুরশুড়া। সংঘর্ষে আহত উভয় পক্ষের দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল দিচ্ছে পুলিশ। পঞ্চায়েত গঠন প্রক্রিয়া শেষ হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠল পুরশুড়ার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ভুঁয়েরা এলাকা। সংঘর্ষের জেরে দুই পক্ষের কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত হয়েছেন তৃণমূলের কর্মী সমর মালিক ও বিজেপি কর্মী রজনীকান্ত পোড়েল। রজনীকান্তের চোখে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূল কর্মী সমর মালিককে মারধর করে রডের ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ।