তিস্তার গ্রাসে চলে গেল ঘরবাড়ি! কমিউনিটি হলই এখন স্থায়ী ঠিকানা

সেচ দফতরকে ভাঙন শুরু হওয়ার আগেই বিষয়টি জানিয়ে ছিলেন তাঁরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jmk,l;

File Picture

নিজস্ব সংবাদদাতা: তিস্তার ভাঙনে ঘর ছাড়া হল ৮০টি পরিবার। বর্তমানে তাদের স্থায়ী ঠিকানা কমিউনিটি হল। বিগত কয়েকদিন ধরে পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টিপাতের ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে সমস্ত নদীতেই। ফলে ভাঙনও শুরু হয়েছে। শিলিগুড়ির অদূরে চমক ডাঙ্গী গ্রাম সংলগ্ন এলাকার পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা। গ্রামে ঢোকার মূল রাস্তা গত কয়েকদিন আগেই তিস্তা নদীর গ্রাসে চলে গিয়েছে। ধীরে ধীরে সেই ভাঙন এখন গ্রাস করছে গোটা গ্রামকেই। 

গ্রামবাসীদের অভিযোগ, সেচ দফতরকে ভাঙন শুরু হওয়ার আগেই বিষয়টি জানিয়ে ছিলেন তাঁরা। সেচ দফতর থেকে পরিদর্শনও করে গিয়েছিলেন আধিকারিকরা। কিন্তু সময় মতো কাজ শুরু না করায় ভাঙনের মুখে পড়তে হল বাসিন্দাদের। ফলে ঘর ছাড়া হতে হল তাদের। 

juyji9

বুধবার রাতেই ভাঙন শুরু হয়ে যায়, ফলে শেষ সম্বল বাঁচাতে নিজেরাই তাদের ঘর বাড়ি ভেঙে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সরে যান নিরাপদ স্থানে। এই মুহুর্তে সকলেই রয়েছেন কমিউনিটি হলে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গ্রামটির। তাঁদের আশঙ্কা আজ রাতেই হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে গোটা গ্রাম। তাঁদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে ভক্তিনগর থানার পুলিশ। 

Adddd