নিজস্ব সংবাদদাতা : রবিবার দুপুরে ওপার বাংলায় হবে ল্যান্ডফল। কম সতর্ক নয় এপার বাংলা। ইতিমধ্যে দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা সহ দিঘার সমুদ্র সৈকতে কড়া নজরদারি চলানো হচ্ছে প্রশাসনের তরফে। রয়েছে এনডিআরএফের টিমও। সপ্তাহভর তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকলেও সপ্তাহান্তে আকাস আংশিক মেঘলা। রোদের তেমন তেজ নেই। আবহাওয়া মনোরকম। কিন্তু দীঘার সমুদ্রে গিয়েও শরীর তো দূর, পা পর্যন্ত ভেজাতে পারছেন না পর্যটকরা। কারণ সমুদ্র স্নানে জারি রয়েছে নিষেধাজ্ঞা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশালাকৃতির ঢেউয়ের দেখা পাওয়ার জন্য অনেকেই ইতিমধ্যে দীঘায় পৌঁছে গিয়েছেন। তবে এ রাজ্যে ঝড়ের তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সমুদ্রে গিয়েও দূর থেকেই চলছে দর্শন। হোটেলের রুমগুলি বেশিরভাগই ফাঁকা। ফলে লোকসানের মুখ দেখছেন হোটেল ব্যবসায়ীরা।