নিজস্ব সংবাদদাতা: হারিয়ে গিয়েছে যমুনা। তাঁকে খুঁজে বের করার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বনদপ্তর এবং পুলিশ। নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়েছে যমুনা আর তাকে খুঁজতেই রীতিমত কাল ঘাম ছুটে যাচ্ছে বনদপ্তরের। কোথায় গিয়েছে সে আদৌ কারোর উপরে আক্রমণ করছে কিনা তা জানে না বনদপ্তর এর কর্তারা।
জিনাত এবং যমুনা তাদের আনা হয়েছে ভিন রাজ্য অর্থাৎ মহারাষ্ট্রের আন্ধেরি জায়গা রিজার্ভ ফরেস্ট থেকে। বুঝতেই পারছেন তারা আসলে মনুষ্যতর প্রাণী। আড়াই বছর বয়সী যমুনা সিমলিপালের থেকে ৩০ কিলোমিটার দূরে কুলডিহা ওয়াইল্ড সেঞ্চুরির দিকে বেরিয়ে যায়। সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে ডিরেক্টর প্রকাশ চাঁদ তাকে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান নিয়ে মুখ খুলতে নারাজ তিনি।
এরপর আনা হয় যমুনাকে। বেলপাহাড়ি থানার শিমুলপাল এলাকায় সেও গিয়েছে নতুন জায়গা ভ্রমণে। বাংলা ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা কাঁকড়াঝোড়ে এই মুহূর্তে তার অবস্থান। আর সেই কারণেই জোরমা, বিরমাদল শাখা ভাঙা, জাম্বনী, এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে মাইকযোগে। গতকাল তার অবস্থান ছিল বেলপাহাড়িতে। আজ অবশ্য সে সেখানে নেই। আজ আবার তাঁর অবস্থান কাঁকড়াঝোড়ে।
ঝাড়খণ্ডের ঘাগড়া পাকুরিয়া এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হচ্ছে। উভয় রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় জোড় নিরাপত্তা বলবৎ করা হয়েছে। ইতিমধ্যেই উড়িষ্যা রিজার্ভ ফরেস্টের STRF টিম এবং বনদপ্তর ও পুলিশের যৌথ নজরদারি চলছে। সব মিলিয়ে দুটি বাঘকে খুঁজে বের করতে কাল ঘাম ছুটে যাচ্ছে বনদপ্তরের। কিন্তু কোথায় ওত পেতে বসে রয়েছে তারা? সন্ধানে ড্রোন ক্যামেরার নজরদারিও চলছে!